
Islamic Question and Answer Session
আসসালামু আলাইকুম,
আমাদের আইসিডি হালাকার প্রতি আয়োজনের শেষেই প্রশ্নোত্তরের একটি সংক্ষিপ্ত পর্ব থাকে, যাতে করে উপস্থিতিগন সংশ্লিষ্ট হালাকার কোন বিষয় অস্পষ্ট মনে করলে সে বিষয়ে লিখিত প্রশ্ন করার মাধ্যমে বিষয়টি ভাল করে অনুধাবন করতে পারেন। কিন্তু বাস্তবে দেখা যায় প্রচুর অপ্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে যা অনেকেই হালাকায় আসার আগে থেকেই লিখে নিয়ে আসেন। যদিও অনেক প্রশ্নই থাকে জীবন ঘনিষ্ঠ কিন্তু সময় স্বল্পতার কারণে পিছনে পড়ে যায় সংশ্লিষ্ট হালাকার প্রশ্নগুলি, বাধ্য হয়ে অগ্রাধিকার নির্ধারণ করতে হয়, চাপা পড়ে যায় অনেক জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আবার তৎক্ষণাত দেওয়া এসব অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তরগুলিতে প্রয়োজনীয় প্রস্তুতির অভাব থেকে যায় এবং সময় সল্পতার কারণে উত্তরগুলি হয়ত সকলের কাছে যথেষ্ট স্পষ্ট হয়ে উঠে না।
এই বিষয়গুলি বিবেচনা করে আইসিডি এবার আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ হালাকা যেখানে পুরো হালাকা জুড়েই আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিবেন দুজন সম্মানিত শায়খ, ইন-শা-আল্লাহ। প্রয়োজনীয় প্রস্তুতির জন্য প্রশ্নগুলি আপনাদের কাছ থেকে আগেই নিয়ে নেওয়া হবে এবং শায়খদেরকে তা অন্তত এক সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হবে এবং সময় স্বল্পতা দূর করতে হালাকা অনুষ্ঠিত হবে আছর থেকে ইশা পর্যন্ত, ইন-শা-আল্লাহ। পাশাপাশি কিছু আপ্যায়নেরও ব্যবস্থা থাকবে ইন-শা-আল্লাহ।
Download
Special_QA_Halaqa_Dr_Saifullah_2019-11-30.mp3
Special_QA_Halaqa_Dr_Abu_Bakr_Zakaria_2019-11-30.mp3
অনুষ্ঠান সূচি:
-
-
তারিখ: ৩০শে নভেম্বর
-
-
-
আসর সালাত: ১৫:৩০
-
-
-
১ম পর্ব: শায়েখ ডক্টর আবু বকর মুহাম্মদ যাকারিয়া
-
-
-
মাগরিবের সালাত
-
-
-
২য় পর্ব: শায়েখ ডক্টর সাইফুল্লাহ
-
-
ইশার সালাত এবং আপ্যায়ন