কাক ময়ূর হতে চায়, এমন কথা শোনা যায়;
কিন্তু ময়ূরের কাক হতে চাওয়া ?
এখনকার দুঃসময়ে, তাও শোনা যায় !
চারিদিকে অগণিত কাকের কা কা রব,
আর তীক্ষ্ম ঠোটের সম্মিলিত আঘাত -
এসব থেকে বাঁচতে, ময়ূরও কাক হতে
চাইতে পারে – আর কখনো সত্যিই চায় !
নিজের ব্যক্তি-স্বাতন্ত্র্য, বেশ-ভূষার দাবী -
সব বিসর্জন দিয়ে কাকের দলভূক্ত হবার
আকুতি – বিশ্বাসী মুসলিমের সুশীল হবার
করুণ প্রচেষ্টা ৷ কিন্তু শয়তানের সাথে মানুষের
যে চিরন্তন যুদ্ধ, তার কি হবে ?
মানুষ যদি শয়তানই হতে চাইবে,
তবে তো শুরুর আগেই সে যুদ্ধ শেষ -
যেন স্বেচ্ছায় হার মানা হার পরে নেয়া ৷
ইসলামী নৃত্য, ইসলামী গীত, ইসলামী টেলিভিশন,
ইসলামী নাটক কিংবা ডেটিং-এর ইসলামীকরণ -
আরো কত কি – টিকে থাকতে ময়ূরের কাক হতে চাওয়া ৷
যেন শুরুর আগেই অঘোষিত যুদ্ধে হার মেনে নেয়া ৷
যে শত্রুর মত হতে চায়, তাকে দিয়ে কি যুদ্ধ হয়?
সে তো যুদ্ধের আগেই বিজিত, পরাজিত –
জীবন সংগ্রামে “ওদের” মত হতে চাওয়া এই “আমরা”!!
চলনে বলনে “ওদের” মত হতে চাওয়া এই “আমরা”!!
চিন্তায় চেতনায় “ওদের” মত হতে চাওয়া এই “আমরা”!!
(more…)