সেই কবে তুমি যখন একতরফা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলে,
আমি তোমাকে একটি শব্দে
"না" বলেছিলাম ৷ অথচ, মনে হলো
তুমি তা বুঝতে পারো নি! তুমি তোমার অযাচিত বন্ধুত্বের কথা
বলে চলেছো, বলেই চলেছো, সেই কবে থেকে ৷
"না" শব্দের ঠিক কোন অংশটি তুমি বুঝতে পারো নি?
তুমি লাভ-লোকসানের সমীকরণ আমাকে বোঝাতে চেয়েছো,
"বুঝি কম - শুধু তোমার সঙ্গে আমার হবেনা" এই বলে আমি
তোমায় বারণ করেছি ৷ তবু তোমার রঙ্গে আমার মানচিত্র এঁকে
আমাকে আমার প্রাপ্তি বোঝাতে চেয়েছো ৷ আমি সত্যিই বুঝিনা -
একটি মাত্র শব্দ:
"না" - বুঝতে তোমার সমস্যা কোথায়?
(more…)