ইমাম আবু হানিফা (রহ.) এর কোনো উল্লেখযোগ্য হাদিসের কিতাব বা কোনো কিতাব আছে কিনা যেটি বাংলায় তরজমা হয়েছে?
প্রশ্নঃ ইমাম আবু হানিফা (রহ.) এর কোনো উল্লেখযোগ্য হাদিসের কিতাব বা কোনো কিতাব আছে কিনা যেটি বাংলায় তরজমা হয়েছে?
উত্তর দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ
উত্তরঃ প্রথমত, ইমাম আবু হানিফা (রহ.) এর একটি হাদিসের সংকলন পাওয়া যায় যেটি মুসনাদ আল ইমাম আবু হানীফা (রহ.) এই নামে পরিচিত। এ সংকলনটি মূলত যিনি সংকলন করেছেন তিনি হচ্ছেন আবু নুয়াঈম আল আসবাহানী (রহ.) এবং পরবর্তীতে সেটিকে তাহক্বীক করা হয়েছে যেটি মাকতাবাতুল রিয়াদ প্রকাশ করেছে (আরবী ভাষায়) ৩০৫ পৃষ্ঠায়। এই মুসনাদটি বঙ্গানুবাদ হয়েছে বলে আমরা জানি। এখানে আবু হানিফা (রহ.) যেসমস্ত হাদিস বর্ণনা করেছেন হাদিসের বিভিন্ন কিতাব থেকে এই তারতীবটুকু আবু নুয়াঈম আল আসবাহানী (রহ.) দিয়েছেন; তবে ইমাম আবু হানিফা (রহ.) লিখেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় নি। কোনো ধরনের ঐতিহাসিক বর্ণনার মাধ্যমেও এটি সাব্যস্ত হয়নি যে ইমাম আবু হানিফা (রহ.) এটি সংকলন করেছেন। তবে এর মধ্যে অধিকাংশ হাদিসই সনদের দিক থেকে দূর্বল এবং গ্রহণযোগ্য নয়। বিভিন্ন বর্ণনাকারীর বর্ণনা অনুযায়ী এর হাদিস সংখ্যা যা রয়েছে এর বেশিরভাগ বর্ণনাই দূর্বল।
আরেকটি কিতাব রয়েছে যেটি ইমাম আবু হানিফা (রহ.) এর দিকে সম্পর্কিত করা হয়ে থাকে “আল ফিকহুল আকবার।” এটি আক্বীদার উপর লিখা একটি বই এবং এটিরও বঙ্গানুবাদ হয়েছে। আল ফিকহুল আকবারের সংকলনটি মূলত আবু মতি আল বালখী থেকে কেউ কেউ বলেছেন যে তিনি করেছেন অথবা তার কোনো ছাত্র করেছেন। সংকলনটি ইমাম আবু হানিফা (রহ.) করেছেন এ মর্মে যে বর্ণনাগুলো উল্লেখ করা হয়ে থাকে সেগুলো নির্ভরযোগ্য নয়। যাহোক, যদি ইমাম আবু হানিফা (রহ.) এটি সংকলন করে থাকেন তাহলে আক্বীদার উপর তার এই বইটি আপনি পড়তে পারেন; এটি বঙ্গানুবাদ হয়েছে। পরবর্তী সময়ে এই বইটির ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারী (রহ.)। এছাড়া আরো অনেকে এটির ব্যাখ্যা করেছেন যেগুলো ‘আরবী ভাষায় পাওয়া যায়। যদি কেউ উপকৃত হতে চান তাহলে পড়তে পারেন ইনশাআল্লাহু তা’আলা।