পুজা উপলক্ষে তৈরি খাবার খাওয়া জায়েজ কি না?
প্রশ্নঃ কোনো প্রতিষ্ঠানে মুসলিম ও অমুসলিম এক সঙ্গে কাজ করার সুবাদে পূজার সময় ঠাকুরের সামনে যে প্রসাদ টি দেওয়া হয় সেটা না খেলেও সেই পূজা উপলক্ষেই আয়োজিত আলাদা ভাবে সমস্ত মানুষের জন্য যে খাওয়ার আয়োজন করা হয় সেটি কি খাওয়া যাবে?
উত্তর দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ
(কোম্পানির কর্মচারীদের খাওয়ার জন্য কোম্পানির মালিক (হিন্দু) এবং মুসলিম কিছু কনট্রাক্টর ঐ টাকা টি দিয়েছেন)
উত্তরঃ জী এটি যদি প্রসাদ না হয়ে থাকে তাহলে এ খাবার খাওয়া আপনার জন্য জায়েয রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইয়াহূদীদের বাড়িতে খেয়েছেন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইয়াহূদীরা দাওয়াত দিলে সেখানে যেতেন এবং তাদের খাবার খেয়েছেন বলে প্রমাণিত হয়েছে। তবে এখানে শর্ত হচ্ছে খাবারটি অবশ্যই হালাল খাবার হতে হবে। যদি হালাল খাবারের আয়োজন হয়ে থাকে তাহলে আপনি এ খাবার খেতে পারেন; এটি আপনার জন্য জায়েয। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা আমাদেরকে এই বিষয়টি অনুধাবন করার তৌফিক দান করুন। আমীন।