সাফারী
আমাদের দেশটা ক্রমেই একটা সাফারীতে পরিণত হচ্ছে
কালাহারি, সেরেনগেটির মত সাফারী –
যেখানে বাঘ, সিংহ, হায়না, গন্ডারেরা
মুক্ত স্বাধীন ঘুরে বেড়ায়
যখন তখন একে অপরকে ধাওয়া করে,
ছিঁড়ে কুটে খায়, হত্যা করে।
যেখানে নিয়মহীনতাই নিয়ম,
যেখানে আইনশূন্যতাই আইন!
আমাদের দেশটা একটা সাফারী হতে চলেছে
সেরেনগেটি, কালাহারির মত সাফারী –
যেখানে পশুকুল মুক্তবায়ু সেবন করে,
আর মানুষেরা খাঁচায় অবস্থান করে।
দেশের লোহার খাঁচাগুলো ক্রমেই
মানুষে মানুষে ভরে যাচ্ছে –
তিল ধারনের ঠাঁই নেই যেন।
আমাদের দেশটা যেন একটা সাফারী-
যেখানে মানুষ শৃংখলিত.
আর পশুকুল যত্রতত্র বিচরণ করে।