প্রশ্নঃ মুসাল্লায় প্রবেশ করলে কি তাহিয়্যাতুল মসজিদ পড়তে হবে?

উত্তরঃ মুসাল্লায় প্রবেশ করলে তাহিয়্যাতুল মসজিদ পড়তে হবে না। তবে যদি কেউ মসজিদে অথবা এমন মুসাল্লায় প্রবেশ করে থাকে যেখানে নিয়মিত আযান হয় এবং জাম’আত আদায় করা হয়ে থাকে তাহলে তাহিয়্যাতুল মসজিদ পড়াটাই হচ্ছে উত্তম ও সুন্নাহ্।

প্রশ্নঃ কোন মুসাল্লা যদি এমন হয় যেখানে সর্বসাধারণের প্রবেশের সুযোগ নেই, শুধু কিছু নির্দিষ্ট লোকেরাই সেখানে সালাত আদায় করে থাকে (যেমন: কোন একটি বিল্ডিং এর অভ্যন্তরে যেখানে শুধু সেই বিল্ডিং এ বসবাসকারী/কোন অফিসে যেখানে শুধু সেই অফিস এর চাকুরিজীবিরাই সালাত আদায় করতে পারে), সেখানে খুবই সীমিত আওয়াজে আযান দেয়া হয় যা শুধু মুসাল্লায় অবস্থানকারীরাই শুনতে পায়, সেখানে একাধিক জামাত হয় এবং সবাই যার যার সুবিধামত জামাতে অংশ নেয়, তবে তাও কি মসজিদ এর হুকুমের অন্তর্ভুক্ত হবে?

উত্তরঃ মুসাল্লায় যদি জাম’আতের আজান দেয়া হয়ে থাকে এবং যদি নির্দিষ্ট সময় জাম’আত নিয়মিত হয়, জাম’আতের জন্য যদি সুনির্দিষ্ট ইমাম এবং মুয়াজ্জিন নির্ধারিত থাকে তাহলে এই মুসাল্লা মসজিদের হুকুমের মধ্যে পড়বে। এবং এতে সলাত আদায় করলে তার সলাত হয়ে যাবে এবং তিনি সলাতে অংশগ্রহণ করতে পারবেন যদিও মসজিদ তার কাছে হয়ে থাকে। যেহেতু এই মসজিদে সলাত আদায় করা রাসূলুল্লাহ্ ﷺ এর নির্দেশনা অনুযায়ী বৈধ। আব্দুল্লাহ্ ইবনে মাস’উদ রাদি’আল্লাহু তা’আলা ‘আনহু বর্ণনা করেন,

فليحافظ على هؤلاء الصلوات حيث ينادى بهن

“তোমরা তোমাদের সলাতগুলো আদায় করো সেখানে, যেখান থেকে নামাজের আজান দেয়া হয়ে থাকে।” সুতরাং যেহেতু আজান দেয়া হচ্ছে সেখানে সলাত আদায় করা, জাম’আত করা জায়েয রয়েছে। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলাই সবচেয়ে ভালো জানেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *