বিয়ের প্রপোসাল পরে যদি কোন খারাপ স্বপ্ন দেখা হয়ে তাহলে কি করনীয়?
- বিয়ের প্রপোসাল দাওয়ার পর যখন ইযতেখার নামায পড়া হয়ে তখন ছেলে বা মেয়ে অথবা উভয় পক্ষ যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে সেই বিষয়ে বিয়ের প্রপোসাল না করে দিতে হবে, এই ধরণের স্বপ্ন কি ভিক্তি হিসেবে মেনে হাওয়া যাবে।
- After marriage proposal and the Iztekhar namaaz, if anyone from the grooms, brides or both have a nightmare, is it advisable to break the proposal, can these dreams be perceived as true?
Ans: শারিয়াহ সিস্টেম তিনি যদি ইযতেখারা করে থাকেন এবং তিনি দেখেন ইযতেখারা করে তার কাছে মনে হছে এটা ন্যাগাটিভ অথবা খারাপ কোন স্বপ্ন দেখে থাকেন সেই ক্ষেত্রে উত্তম হবে এই কাজে অগ্রসর না হওয়া। এটা হবে উত্তম বা ওয়াজিব না, এটা বাধ্যতামূলক না তবে এটি শুধুমাত্র সাহিবুশান, মানে জিনি এই কাজের সাথে সম্প্রীত তিনি যদি দেখে থাকেন তাহলে এটি গ্রহণযোগ্য হবে। আরেকজন যদি বলে, ‘না আমি অত্যন্ত খারাপ স্বপ্ন দেখেছি’ তাহলে বুঝবেন এখানে বড় ধরণের ষড়যন্ত্র হতে পারে। তখন এই ধরণের বক্তব্য গ্রহণ করা জায়েজ নেই।
Ans: If everything is done by following Shahriah and if anyone see’s any bad dreams then it is advisable to not follow up the proposal. If the person directly related to the proposal has any pessimistic thoughts than it is acceptable. But if any outsider comes forward and says’s “I had a terrible nightmare about this” then it can mean he is plotting against the benefactor, and then it should not be accepted.