প্রশ্নঃ  সলাতের মধ্যে হাই উঠলে করণীয় কি?

উত্তর দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ

উত্তরঃ সলাতের মধ্যে এবং সর্বাবস্থায় হাই একটি অপছন্দনীয় কাজ। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,

التثاؤب من الشيطان

“হাই শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে।” মূলত অলসতা, উদাসীনতা, দূর্বলতার কারণে হাই এসে থাকে এবং এটি লোকদেরকে দূর্বল করে থাকে। হাদিসে তাই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এটিকে শয়তানের পক্ষ থেকে আখ্যায়িত করেছেন। যদি কারো সলাতের মধ্যে হাই এসে যায় তাহলে ওয়াজিব হচ্ছে যথাসম্ভব চেষ্টা করা সেটাকে কন্ট্রোল করার জন্য বা থামানোর জন্য। তিনি তার হাত দিয়ে মুখের উপর এমনভাবে চেপে ধরার চেষ্টা করবেন যেন আওয়াজ না হয় এবং হাই বড় না হয়। শাইখ আব্দুল আযীয আব্দুল্লাহ্ বিন বায (রহ.) তার ফাতওয়ার মধ্যে বলেছেন, এ কাজটি করা তার জন্য সলাতের মধ্যে বৈধ অর্থাৎ তিনি হাইকে কন্ট্রোল করার চেষ্টা করবেন যেহেতু এটি একটি অপছন্দনীয় কাজ। তবে সালাতের মধ্যে আল্লাহর বান্দা যদি সত্যিকার অর্থে মনোযোগ দিয়ে থাকেন এবং সালাতের মধ্যে যে সমস্ত আসকার আছে সেগুলো যদি যথাযথভাবে আদায় করে থাকেন তাহলে মূলত শয়তান তাকে কোনোভাবেই হাই তোলার জন্য প্রলুব্ধ করতে পারবে না বা অসচেতন করতে পারবে না। সেক্ষেত্রে আমরা সচেতন হবো যেন আমরা সালাতের মধ্যে মনসংযোগ ঠিকভাবে রাখতে পারি। আল্লাহ্‌ তা’আলা আমাদের তৌফিক দান করুন। আমীন।

والسلام عليكم ورحمة الله و بركاته

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *