প্রশ্নঃ সর্বনিম্ন কতটুক ধান হলে ‘উশর দেয়া লাগবে অর্থাৎ ‘উশরের নিসাব কত?

উত্তর  দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ

উত্তরঃ নিসাব পরিমাণ ধান হলে অর্থাৎ ৬৫৩ কিলোগ্রাম ধান হলে হলে আপনাকে ‘উশর দিতে হবে। ‘উশর হচ্ছে ১০ভাগের এক ভাগ উৎপাদিত ফসল থেকে আদায় করা তবে এর জন্য শর্ত রয়েছে তা হচ্ছে, বৃষ্টি অথবা ঝরনা ও নদ-নদীর পানির মাধ্যমে স্বাভাবিক ভাবে উৎপাদিত ফসল হতে হবে। যদি সেচ অথবা ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে উৎপাদন করা হয়ে থাকে তাহলে ২০ ভাগের এক ভাগ বা নিসফুল ‘উশর যাকাত হিসেবে আদায় করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *