প্রশ্নঃ আমার নাম আবদুল জাহিদ। নামটি রাখা কি সঠিক হয়েছে?
প্রশ্নঃ আমার নাম আবদুল জাহিদ। নামটি রাখা কি সঠিক হয়েছে?
উত্তর দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ
উত্তরঃ না এ নামটি শুদ্ধ নয়। আল্লাহ্ রাব্বুল ‘আলামীনের তা’বিদ এর মাধ্যমে যদি কেউ নাম রাখেন তাহলে তিনি অবশ্যই আল্লাহ্ তা’আলার আল আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহ্ তা’আলার সুন্দরতম নামের সাথে সংযুক্ত করেই ‘আবদ শব্দ ব্যবহার করবেন। যেমন, আব্দুল্লাহ্, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মাজীদ, আব্দুল আযীয, আব্দুল কারীম ইত্যাদি নাম রাখতে পারবেন। কিন্তু জাহিদ আল্লাহ্ রাব্বুল ‘আলামীনের কোনো নাম নয়। সুতরাং আব্দুল জাহিদ নামটি সঠিক নয়। আপনি নামটিকে পরিবর্তন করে নিতে পারেন।