প্রশঃ স্ত্রী কে যদি বলা হয় তুমি ঐ জায়গায় গেলে এক তালাক আর স্ত্রী যদি কথা না শুনে চলে যায় তবে কি সেটা এক তালাক বলে গন্য হবে?
প্রশঃ স্ত্রী কে যদি বলা হয় তুমি ঐ জায়গায় গেলে এক তালাক আর স্ত্রী যদি কথা না শুনে চলে যায় তবে কি সেটা এক তালাক বলে গন্য হবে?
উত্তর দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ
উত্তরঃ জী, অবশ্যই এক তালাক হয়ে যাবে। তিনি এক তালাক হয়ে যাওয়ার পর থেকে ইদ্দত পালন করবেন। ইদ্দতের মধ্যে যদি আপনি আপনার স্ত্রীকে ফেরত না নেন অথবা আপনার স্ত্রীর সাথে সমঝোতা না হয় এবং ইদ্দত শেষ হয়ে যায় তাহলে আপনার জন্য স্ত্রী হারাম হয়ে যাবে এবং এই তালাক এক তালাকে বাইন হয়ে যাবে। সুতরাং এ ধরনের বক্তব্য দেয়া বা তালাক নিয়ে খেলতামাশা করার বিষয় নয়। ইসলামী শরিয়তে তালাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সতর্কতা অবলম্বন করুন।