“না”!!!
সেই কবে তুমি যখন একতরফা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলে,
আমি তোমাকে একটি শব্দে “না” বলেছিলাম ৷ অথচ, মনে হলো
তুমি তা বুঝতে পারো নি! তুমি তোমার অযাচিত বন্ধুত্বের কথা
বলে চলেছো, বলেই চলেছো, সেই কবে থেকে ৷
“না” শব্দের ঠিক কোন অংশটি তুমি বুঝতে পারো নি?
তুমি লাভ-লোকসানের সমীকরণ আমাকে বোঝাতে চেয়েছো,
“বুঝি কম – শুধু তোমার সঙ্গে আমার হবেনা” এই বলে আমি
তোমায় বারণ করেছি ৷ তবু তোমার রঙ্গে আমার মানচিত্র এঁকে
আমাকে আমার প্রাপ্তি বোঝাতে চেয়েছো ৷ আমি সত্যিই বুঝিনা –
একটি মাত্র শব্দ:“না” – বুঝতে তোমার সমস্যা কোথায়?
শিল্পকলা, চারুকলা, নৃত্যকলা অধ্যূষিত তোমার কলাময় রাজ্যের
ছলা-কলায়, ছেয়ে গেছে আমার আকাশ-বাতাস পরিবেশ-প্রতিবেশ ৷
আমার কন্যা-জায়া-জননীকে তুমি তোমার সাজে সাজাতে চেয়েছো –
আমি স্পষ্ট একটি শব্দে তোমায় “না” বলে তাড়িয়ে দিতে চেয়েছি।
বলতো “না” শব্দটির ঠিক কোন অংশটুকু তোমার বোধগম্য নয়?
তুমি শয়তানের দোসর অথবা সাক্ষাৎ শয়তান অথবা দু’টোই –
তুমি জানো নষ্ট ক্ষেতে কেবল নষ্ট ফসলই হয়, অন্তঃসারশূন্য ফসল ৷
তুমি আমার ক্ষেত নষ্ট করতে চাও, ক্ষতিকর খরতাপে উন্মুক্ত করে –
যেন সেথায় প্রজন্মের পর প্রজন্ম ধরে কেবল নষ্ট প্রজন্মেরই জন্ম হয় ৷ না!!!
ছোট্ট একটি শব্দ: “না” – বুঝতে তোমার এত অসুবিধা হয় কেন?
তুমি আমায় নিরবচ্ছিন্ন নিরাপত্তার প্রলোভন দেখিয়েছো কতবার!
বলেছো, আমার দ্বার তুমিই পাহারা দেবে আমার হয়ে, আমি নিশ্চিন্তে
ঘুমাতে পারি ৷ কয়েদিরা হাজতে অথবা বাঘ খাঁচাতে নিরাপদ থাকে সত্যি-
কিন্তু আমি সেই নিরাপত্তা চাই নি, চেয়েছি ঝুঁকির্পূণ অনিশ্চিত ভবিষ্যত
আবারো, বলতো, “না” শব্দের ঠিক কোন অংশটি তুমি বুঝতে পারো নি?