২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

কুর’আনের এই সম্বোধনটা আমি ধার করছি এই ব্লগে যারা ঈমানের দাবী করেন – নিজেদের মুসলিম মনে করেন তাদের জন্য। যদিও আমি বুঝি যে, সামু ক্রমেই “মুক্তমনা” টাইপের ব্লগে পরিণত হচ্ছে। এখানে প্রায়ই দেখা যায় ইসলাম নিয়ে হাসি-ঠাট্টা, তুচ্ছ-তাচ্ছিল্য করাটা নিজেকে পরিশীলিত বলে প্রমাণ করার একটা পন্থা মনে করেন অনেকেই।

(তোমরা যারা ঈমান এনেছো, অর্থাৎ) আপনারা যারা নিজেদের মুসলিম মনে করেন, ভেবে দেখুন তো আজকের দিনে যা যা করলেন, বিচার দিবসে আল্লাহর কাছে, তাঁর সামনে তা justified করতে পারবেন তো? এই মুহূর্তে(রাত ৮:৩৫) সামুর প্রথম পাতায় ১৫টা পোস্ট রয়েছে – তার মাঝে ৪টা কবিতা (যার মাঝে ভুল-শুদ্ধ বানানে প্রেমের প্যান-প্যানানিও রয়েছে), ১টা চীন, মায়ানমার তথা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে, ১টা ইসলাম নিয়ে, ১টা ধর্ম ব্যবসায় নিয়ে, ১টা বাঙালী/বাংলাদেশ নিয়ে, ২টা ছাত্র জীবনের স্মৃতিচারণ নিয়ে, ১টা বুক রিভিউ, ১টা সিনেমার অডিশন নিয়ে, ১টা নোবেল পুরস্কার নিয়ে যেখানে মিয়ানমার প্রসঙ্গও এসেছে, ১টা জমি-জমা নিয়ে আর ১টা গল্প! জীবনের একটা আটপৌরে চিত্র বলা যায় – সবকিছুই স্বাভাবিকভাবে ঠিকঠাক চলেছে – “অতি সনাতন ছন্দে”!!

এবার সংযুক্ত ভিডিওটা দেখুন।

 

[youtube https://www.youtube.com/watch?v=Q4YpEsZaV2g]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *