তুমি আর আমি কিছুতেই এক নই
তুমি আর আমি কিছুতেই এক নই
যেমন অবিশ্বাস আর বিশ্বাস এক নয়,
আঁধার আর আলো যেমন এক নয়,
অসুন্দর আর সুন্দর যেমন এক নয়।
শোষক আর শোষিত কখনো এক নয়,
যেমন জালিম আর মজলুম এক নয়।
তেমনি শাসক আর শাসিত এক নয়-
অথবা আমলা আর পাবলিকও এক নয়।
সাম্যবাদের পুস্তিকা যাই বলুক না কেন-
নেতা আর গণসাধারণ এক নয়।
“গ্রেট লিডার” অথবা “ডিয়ার লিডার”,
কখনো সাধারণ কমরেডের সমান নয়।
মিথ্যা আর সত্য যেমন এক নয়,
তেমনি সাদা আর কালোও এক নয়।
জোর করে বোঝাতে চাইলে কি হবে,
নারী আর পুরুষ কখনো এক নয়।
বিভাজন রেখা মুছে দিতে চাইলেই কি হয়,
সে রেখার দু’পাশ কখনো এক হবার নয়।
অবিশ্বাসী আর বিশ্বাসী কখনো সমান নয়,
তুমি আর আমি কিছুতেই এক নই।