“জেনেরিক” ইসলাম
তোমাকে কতবার বলেছি, আমায় অন্ধ করে দিও না-
পূর্ণ না হোক, আংশিক অন্ধও করে দিও না।
আমার চোখে তোমার রঙিন চশমা এঁটে দিও না।
বিধাতার রঙে রঙিন পৃথিবী দেখতে আমায় বাধা দিও না –
আমাকে প্রাণভরে দেখতে দাও, আমার নিজ চোখে।
তেমনি আমায় বুক ভরে জীবন গ্রহণ করতে দাও –
স্বচ্ছ সত্য গ্রহণ করতে দাও। তোমার দোষে দুষ্ট –
দূষিত পরিবেশে আমায় শ্বাস নিতে বাধ্য কোর না!
ইসলাম আমার জীবন, আমার জীবনকে আমার চোখে
দেখতে দাও – বুক ভরে গ্রহণ করতে দাও বৃষ্টি ভেজা
নির্মল বাতাসের মত শীতল, পরিচ্ছন্ন ও প্রশান্ত সত্য।
তোমার পছন্দমত মনগড়া অসত্য তাতে মিশিয়ে দিও না!
আমাকে প্লিজ বোঝাতে এসো না – বোল না বায়তুল
মুকাররামের উত্তর গেট দখল করার নাম ইসলাম –
বোল না তোমার দলের সদস্য পদের নাম ইসলাম –
বোল না শাসকের বা শোষকের কৃপা ভিক্ষার নাম ইসলাম-
অথবা কোর্তার কোন নির্দিষ্ট ঝুলের নাম ইসলাম।
বোল না এক অন্ধের অন্য অন্ধকে পথ দেখানোর নাম ইসলাম-
অথবা, ডাস্টবিনে খাবার খোঁজা পথ-শিশুর পাশ দিয়ে যাওয়া
কোটি টাকার “জশনে-জুলুসে” ট্রাক মিছিলের নাম ইসলাম।
আমাকে বোঝাতে এসো না যা তুমি নিজেই কখনো বোঝনি –
অথবা বুঝতে চাও নি, পাছে তোমার অসুবিধা হয় বলে।
আমি জীবনে সেই ইসলাম ধারণ করতে চাই , যা আমার
জন্য আল্লাহ ও তাঁর রাসূল (সা.) বেঁধে দিয়েছেন।
তাই তো বলেছি যে, আমি কোন ব্র্যান্ডের ইসলাম চাই না –
বরং উৎসমূল থেকে গ্রহণ করতে চাই “জেনেরিক” ইসলাম।
তোমার চোখে খন্ডিত পৃথিবীর বা জীবনের ছবি দেখতে চাই না –
আমি খুঁজে পেতে চাই আদি অকৃত্রিম “ইসলামী” ইসলাম।
[“ইসলাম ইসলাম খেলা” বলে এর আগের পোস্টটা পড়ে কেউ কেউ মনে কষ্ট পেয়েছেন, যে পোস্টটা রেয়েছে এখানে: www.somewhereinblog.net/blog/mariner77/29122380 । তাদের ভুল ভাঙ্গাতে আজকের এই পোস্টটা দেয়া….।