কতটুকু, কতক্ষণ…
বেঁচে থাকা হয়তো জরুরী – তবে কতটুকু?
মরে যাওয়া হয়তো ভয়ের – তবে কতটুকু?
প্রতিদিন দানবের হাতে মানবের
নিগৃহীত হবার ছবি, অথবা খবর ৷
প্রতিদিন বান্দরের হাতে সুন্দরের
অপমানিত হবার ছবি, অথবা খবর ৷
তারপরও বেঁচে থাকা কি এতটা জরুরী?
তারপরও মরে যাওয়া কি এতটা ভয়ের?
তারাবীর জামাতে দাঁড়ানোর জায়গা পাওয়া ভার –
অথচ মিডিয়ায়, পত্রিকায়, নাস্তিকের হাতে বিশ্বাসীর
সকাল-বিকাল নিগৃহীত হবার, অথবা, মিথ্যার
কাছে সত্যের পরাজিত হবার কত সমাচার!
এখনকার দুঃসময়ে বুঝেও না বোঝার
ভান করা হয়তো জরুরী – তবে কতক্ষণ?
স্বাধীনতার গান গাইতে গাইতে, শৃঙখলিত
হওয়াও হয়তো কৌশল – তবে কতক্ষণ?
“টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়” জেনেও
হয়তো টিকে থাকাটা জরুরী – কিন্তু কতটুকু?
আজকের বিপরীত স্রোতে কেবল ভেসে
থাকাটাই হয়তো জরুরী – কিন্তু কতক্ষণ?