প্রশ্নঃ “আল্লাহুম্মা আদ খিলনিল জান্নাতা ওয়া আজিরনী মিনান নার!” এই দু’আটি প্রত্যেক ফরজ সালাতের পর তিনবার পাঠ করার ‘আমল কি সুন্নাহ্ সম্মত অথবা এ ‘আমলটি করা যাবে কি না?

উত্তর  দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ

উত্তরঃ ধন্যবাদ আপনাকে। এ দু’আটি যেকোনো সময় পড়া যেতে পারে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দু’আ। সুতরাং যেকোনো সময় আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল ‘আলামীনের কাছে জান্নাতের জন্য চাইতে পারেন, আবার জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করার জন্য জাহান্নাম থেকে পানাহ চাইতে পারেন। এটি জায়েয। আর এ দু’আতে সেটাই বলা হয়েছে যে, “হে আল্লাহ্ আপনি আমাকে জান্নতে প্রবেশ করান এবং আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। কিন্তু প্রত্যেক ফরয সলাতের পর তিনবার এ দু’আ পাঠ করার বিষয়ে রাসূলুল্লাহ্ ﷺ এর কাছ থেকে কোনো রেওয়াত বা হাদিস সাব্যস্ত হয়নি৷ যে হাদিসটি সাব্যস্ত হয়েছে সেটি হচ্ছে, আনাস ইবনে মালিক রাদি’আল্লাহু তা’আলা ‘আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ ﷺ ইরশাদ করেন,

عن أنس بن مالك قال: قال رسول الله صلى الله عليه وسلم: من سأل الله الجنة ثلاث مرات قالت الجنة: اللهم أدخله الجنة، ومن استجار من النار ثلاث مرات قالت النار: اللهم أجره من النار. قال الشيخ الألباني صحيح

“যে ব্যক্তি আল্লাহ্ রাব্বুল ‘আলামীনের কাছে তিনবার জান্নাত চাইলে তখন জান্নাত তখন বলে হে আল্লাহ্ আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং যে ব্যক্তি আল্লাহ্ রাব্বুল ‘আলামীনের কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করলো তখন জাহান্নাম বলে হে আল্লাহ্ আপনি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ বা মুক্তি দিন।” এই হাদিসটি ইমাম তিরমিযী (রহ.) তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন৷ শাইখ নাসিরুদ্দীন আলবানী (রহ.) হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি আহমাদ ইবনে হাম্বল (রহ.) ও তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। শাইখ শুআইব আর নাউত এ হাদিসের সনদকে হাসান বলেছেন। এখান থেকে বুঝা যায় যেকোনো সময় আল্লাহর বান্দা যদি তিনবার করে এ দু’আ করতে চান তাহলে তিনি করতে পারেন। তবে প্রত্যেক ফরয সলাতের পর তিনবার করে এই দু’আ পাঠ করার নির্দেশনা রাসূলুল্লাহ্ ﷺ দেননি। কিন্তু কেউ যদি ফরয সলাতের পর এটি পাঠ করতে চান তাহলে তিনি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ্। কিন্তু তিনি সেটিকে কখনো রাসূলুল্লাহ্ ﷺ এর সুন্নাহ হিসেবে অথবা রাসূলুল্লাহ্ ﷺ এর সুন্নাহসম্মত ‘আমল হিসেবে নির্দিষ্ট করে নিতে পারবেন না। এটি তার জন্য বৈধ হবেনা যেহেতু হাদিসটি এভাবে আসেনি অর্থাৎ প্রত্যেক ফরয সলাতের পর পড়তে বলা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *