একবার একদল লোক ইব্রাহীম বিন আধম (রহ.)-এঁর [সিরিয়ায় বসবাসকারী, কুফীয় বংশোদ্ভূত স্কলার (??-৭৭৭ খৃস্টাব্দ)] কাছে জড়ো হয়ে তাঁকে জিজ্ঞেস করলো, আল্লাহ্ কুরআনে বলেন: আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবোতাহলে কেন তিনি সাড়া দেন নি?” ইব্রাহীম(রহ.) বললেন, হে বসরার লোকজন, তোমরা ১০টি বিষয়ে ধ্বংস হয়ে গেছো:

তোমরা আল্লাহকে স্বীকার কর, কিন্তু তাঁকে তাঁর প্রাপ্য দাও না।
তোমরা আল্লাহর কিতাব পড়, কিন্তু সেই অনুযায়ী কাজ কর না।
তোমরা দাবী কর যে, তোমরা রাসূল (সা.)-কে ভালোবাসো, কিন্তু তোমরা তাঁর সুন্নাহ্ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো।
তোমরা দাবী কর যে, শয়তান তোমাদের শত্রু, কিন্তু তোমরা কাজেকর্মে তোমরা তার সাথে ঐক্যমত পোষণ কর।
তোমরা বল যে, তোমরা জান্নাতে যেতে চাও, কিন্তু সে জন্য কাজ কর না।
তোমরা বল যে, তোমরা জাহান্নামকে ভয় কর, কিন্তু তোমরা নিজেদের তার ভিতরেই আবদ্ধ রেখেছো।
তোমরা মৃত্যুর বাস্তবতাকে স্বীকার কর, কিন্তু তার জন্য প্রস্তুতি নাও না।
তোমরা অন্যদের দোষত্রুটি নিয়ে ভাবতে ব্যস্ত থাকো, কিন্তু নিজের দোষ ত্রুটি ভুলে থাকো।
তোমরা তোমাদের প্রতিপালকের নিয়ামত ভোগ কর, কিন্তু সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ কর না।
তোমরা তোমাদের মৃতকে সমাহিত কর, কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ কর না।

প্রিয় ভাই ও বোনেরা, একথাগুলো বলা হয়েছিল রাসূল(সা.)-এঁর মৃত্যুর ১৫০ বছরেরও কম সময়ের মধ্যে – ইসলামী স্বর্ণযুগের আরব জাহানের লোকদের। একবার ভেবে দেখুন তো, এখনকার এই আমরা তাহলে কোথায় দাঁড়িয়ে আছি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *