আমরা কেন আমরা – পুরুষ এবং নারী – জানতে সবাই এই বইটি পড়ে দেখতে পারেন:

Brainsex – Anne Moir & David Jessel

দু’জন বৃটিশ বিজ্ঞানীর লেখা এই বইটার নাম Brainsex হলেও, এটা sex নিয়ে লেখা কোন বই নয় বরং gender politics নিয়ে লেখা বই।

ব্যক্তিগতভাবে, আমার কাছে পুরুষ ও নারীর এই পার্থক্য ও বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্যটুকু না থাকলে, পৃথিবীর এই জীবন অর্থহীন ও বিবর্ণ মনে হতো! যারা বিবাহিত, তারা একটু ভেবে দেখুন তো, ভোরে ঘুম ভেঙ্গে বিছানায় আপনি যদি দেখেন যে, অপর যে ব্যক্তিটি আপনার বিছানা শেয়ার করছে, সে অবিকল/বিলকুল আপনার মতই দেখতে – আপনার কেমন লাগতো?! কি ভয়ঙ্কর বিভীষিকাময় একটা দুঃস্বপ্ন তাই না?? যারা বিবাহিত নন, তাদের মনের গোপন কোণে আগামীর যে স্বপ্ন লালিত হয়, সেখানে যদি ঐ রকম একটা সম্ভাবনা অনুপ্রবেশ করে যে, পৃথিবীটা হঠাৎই mono sex হয়ে গেছে – তাহলে মনটা কেমন বিষিয়ে উঠতো না?? সুতরাং চলনে, বলনে, ছন্দে, গতিতে, ভঙ্গিতে, অভিব্যক্তিতে, শারীরিক গঠনে আল্লাহ্ যে difference সমেত আমাদের তৈরী করেছেন, তার জন্য differenceটাকে ঘৃণা না করে বরং enjoy করতে শেখা উচিত, তাই না? আমি তো মনে করি এই differenceটা আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামতের একটা – যার ফলে আমরা বলি “তুমি আছো বলেই পৃথিবীটা এত সুন্দর”!!

বাংলাদেশে Brainsexএর অনেক উদ্ধৃতি সমেত একটা বাংলা বই আছে, পড়ে দেখতে পারেন:

বাংলাদেশের মুসলিম সমাজে “বিবাহ ও নারীবাদ”মোঃ এনামুল হক । প্রপ্তিস্থান: কো-অপরেটিভ বুক সোসাইটি, নিউ মার্কেট ও মতিঝিল।

[এই পোস্টের সিংহভাগ হচ্ছে, রাত্রি২০১০-র পোস্টে করা আমার একটা মন্তব্য – পরে ভাবলাম সবার সাথে শেয়ার করা যাক।]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *