ড. আবু বকর যাকারীয়্যা বাংলাদেশের বরেণ্য আলেমদের একজন, যিনি কৃতিত্বের সাথে বাংলাদেশের মাদ্রাসার গন্ডি পেরিয়ে, আরও ১৫ বছর পড়াশুনা করেছেন বর্তমান দুনিয়ার ইসলামী শিক্ষার শ্রেষ্ঠ পাদপীঠ তথা মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে তিনি ইসলামী শরীয়া, আকীদা এবং তুলনামূলক ধর্ম তত্ত্ব নিয়ে অধ্যয়ন করেছেন এবং সাফল্যের সাথে পি.এইচ.ডি সম্পন্ন করেছেন। তিনি মাাষ্টার্সে পৃথিবীর বিভিন্ন কৃতি ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। তার লেখা বই আজও মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত আছে। তার কৃতিত্বের কারনেই তাকে মদীনা বিশ্ববিদ্যয়ের আলেমগন তাদের বাংলাভাষায় মুদ্রিত একমাত্র তাফসীরের পুনঃমূল্যায়নের দায়িত্ব দেন এবং পরবর্তীতে আরও শুদ্ধভাবে বাংলাভাষায় তাফসীর লেখারা প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় তার উপরই আস্থা রাখেন মদীনা বিশ্ববিদ্যালয় এবং বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রন কমপ্লেক্সের আলেমগন। তাই আজও সৌদিআরব থেকে প্রকাশিত বাংলা ভাষার তাফসীরটি তারই লেখা। এখানেই শেষ নয়, সকল বিশুদ্ধ হাদীসের অনবদ্য সংকলন ‘সহীহ হাদীসের বিশ্বকোষ’ ও তারই অনুবাদ করা যে ব্যপারে বইটির সংকলক এবং মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের প্রাক্তন ডীন শাইখ ড. মুহাম্মদ জিয়াউর রহমান আজমী (রাহিঃ) নিজেই তাকে অনুরোধ করেছিলেন। এছাড়াও তার রচিত ইসলামী গ্রন্থ বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে।

All Audio Lecture list:

All Video Lectures:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *